চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড় থেকে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর নবী নয়নকে গ্রেফতার করেছে র্যাব-৭। তিনি হাটহাজারী উপজেলার ধলই এলাকার মৃত মফজল আহমেদের ছেলে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম জানান, ঢাকার আশুলিয়া থানার মাদক মামলায় ১০ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর নবী অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ