বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ভাঙচুরের মামলায় পটিয়া পৌর সভার সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার দোপাপুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদকে গ্রেফতার করা হয়েছে। তাকে ২টি বিস্ফোরক মামলা, ২টি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদ গত ৪ আগস্ট বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ভাঙচুর ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ব্যবহার করেন। ৫ আগস্টের পর থেকেই সে আত্মগোপনে চলে যান।
বিডি প্রতিদিন/এএ