চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দীনকে হত্যার ঘটনায় মো. এমরান (১৯) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, গত ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী নোহা গাড়িতে এসে ইট বালুর ব্যবসায়ী আফতাবকে গুলি করে চলে যায়। এতে আফতাব গুরতর আহন হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আফতাবের বাবা হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে এমরানকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলায় মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭) নামের আরো দুইজনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএ