চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়া উদ্দিন (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। জিয়ার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়র হরিণাবাড়ি এলাকায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম জানান, জিয়ার বিরুদ্ধে কক্সবাজারের রামু, পেকুয়া, বগুড়া সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত মামলা আছে। সে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইয়াবা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ