চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্বাস উদ্দিন চৌধুরী (২৫) মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্বাস পাইন্দং ইউনিয়নের বেলাল চৌধুরীর পুত্র।
স্থানীয় জনপ্রতিনিধি সরওয়ার হোসেন জানান, গত শুক্রবার বন্ধু মিজানের সাথে পার্শ্ববর্তী এলাকায় বেড়াতে গিয়েছিলেন আব্বাস। রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের তাজুর ঘাটা এলাকায় আরেকটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে আব্বাস মাথায় এবং হাতে গুরুতর আঘাত পেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ছিলেন। রবিবার সকালে সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ