চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গতকাল রবিবার (২৭ অক্টোবর) রাত ১১টায় সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। দুই যুবক হলেন- শরীফ (৩০) ও ইমরান (২২)। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।
রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম জানান, গত শনিবার (২৬ অক্টোবর) এই দুই যুবক একজনকে ছুরি মেরে ছিনতাই করে। গতকাল রবিবার পাওয়া মাত্রই তাদের ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সদরঘাট থানার ওসি রমিজ আহমেদ জানান, বাংলাবাজার রেললাইনের পাশ থেকে ওই দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ