চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় উমান দত্ত (২৬) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উমান চাতরী ইউনিয়নের সিংহরা পশ্চিম কন্যারা গ্রামের বাসিন্দা। তিনি কালিগঞ্জ এলাকায় একটি কারখানায় কাজ করতেন।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মামুনুর রশীদ জানান, সকালে দুর্ঘটনার পর উমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরত্বর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানিয়েছেন, কালীগঞ্জ এলাকার কর্মস্থলে যাওয়ার পর শ্রমিকবাহী গাড়ি থেকে নামার সময় গাড়ির চাকায় পিষ্ট হন উমান। চমেক হাসপাতালে নেয়ার পরও তার সাথে পরিবারের সদস্যদের কথা হয়। ১১টার দিকে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ