চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাত পৌনে আটটার দিকে তাকে খুলনা থেকে চট্টগ্রামের ডবলমুরিং থানায় আনা হয়।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, নাজমুল হক ডিউকের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং ও কোতোয়ালী থানায় এখন পর্যন্ত ছয়টি মামলার তথ্য রয়েছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানার রিকুইজিশনের মাধ্যমে খুলনা মেট্টেপলিটনের খানজাহান আলী থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। পরে ডবলমুরিং থানা পুলিশের একটি টিম খুলনায় গিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে আসে।
জানা গেছে, নাজমুল হক ডিউক তার সন্তানের ওরিয়েন্টেশন ক্লাসের জন্য খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছিলেন। খবর পেয়ে তাকে সেখান থেকে পুলিশ গ্রেফতার করে।
বিডিপ্রতিদিন/কবিরুল