চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকার সাংবাদিক হাউজিং সোসাইটি রোডে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সাবেক ছাত্রদল নেতা বার্মা সাইফুল ও নগর যুবদল নেতা মাহবুব রহমানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা বলে জানা গেছে।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, সাইফুলের ছেলেরা উশৃঙ্খলতা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তবে সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/হিমেল