চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল আরমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল আরমান উপজেলার খোয়াজনগর আজিমপাড়ার আব্দুল মোনাফের ছেলে।
কর্ণফুলী থানার ওসি মনির হোসেন বলেন, সরকার পতনের পর বিভিন্ন দল ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে নানা তৎপরতা শুরু করায় বিশেষ অভিযান চলছে। এতে সোহেল গ্রেফতার হয়েছেন। এর আগেও সোহেলের বিরুদ্ধে থানায় মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই