চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন আগামীকাল মঙ্গলবার বিকালে দায়িত্ব গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর আগামীকাল দুপুরে তিনি চট্টগ্রাম আসবেন। এরপর বিকালে চসিকের নগর ভবনে গিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।
জানা যায়, গত রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।
চসিক মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে মেয়র চট্টগ্রাম রওনা দেবেন। দুপুরে রেলওয়ে স্টেশনে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দেবেন। এরপর তিনি হজরত শাহ আমানত (রহ.) ও বদর আউলিয়া (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর চসিকের লাইব্রেরি ভবনে চসিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং পরে নগর ভবনে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করবেন। এরপর চসিক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর ডা. শাহাাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনি ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশে ৮ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয় সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর স্থলে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনীর বিজ্ঞপ্তি জারি করে।
এরপর গত ১৭ সেপ্টেম্বর সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে চট্টগ্রামকে বাদ দিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের ফলে গত ১৯ আগস্ট দেওয়া প্রশাসকের নিয়োগ ‘অকার্যকর’ হয়ে পড়ে। এরপর গত ২১ অক্টোবর নতুন মেয়রের শপথ পাঠের কথা থাকলেও স্থানীয় সরকার উপদেষ্টার অসুস্থতার কারণে তা স্থগিত হয়। গত ৩ নভেম্বর শপথ গ্রহণ করেন।
এর আগে, গত ১৯ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই