চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের দুই নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আইয়ুব তালুকদার, রাউজানের ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান চৌধুরী ও ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার নেতা খুরশীদ দিগন্ত।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আইয়ুব তালুকদারকে গ্রেফতার করা হয়। আইয়ুব পেশায় একজন পল্লী চিকিৎসক। তাকে তার চেম্বার থেকে গ্রেফতার করা হয়। তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ।
এদিকে রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রহমান চৌধুরী শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীতে ডিবি পুলিশের একটি দলের হাতে আটক হন। পরে তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন।’
অন্যদিকে, নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক খুরশীদ দিগন্তকে শনিবার নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। তার বাড়ি হাটহাজারী উপজেলার চৌধুরী হাট এলাকায়। তিনি নগরীর মুরাদপুর এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে মামলা আছে।
বিডি প্রতিদিন/এমআই