চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রেশমা সুলতানা রিফা নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তার শাশুড়ি রোকেয়া বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ওই গৃহবধুর বাবা মাহামুদুর রহমানের দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রিফা উপজেলার আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু এলাকার প্রবাসী মো. মহিউদ্দিনের স্ত্রী।
সাতকানিয়া থানার ওসি মো. মোস্তফা কামাল খান জানিয়েছেন, শনিবার রিফার মৃত্যু হয়। মৃত্যুর পর আত্মহত্যার প্ররোচণার অভিযোগে রিফার বাবা মাহমুদুর রহমান বাদি হয়ে রোকেয়া বেগম ছাড়াও মো. জাফরের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এই মামলার শাশুড়ি রোকেয়াকে গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় , ২০২২ সালের জানুয়ারিতে রেশমা সুলতানা রিফা ও প্রবাসী মো. মহিউদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে মো. তানভির ইসলাম নামে দুই বছর বয়সী এক পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে রিফার ননদের স্বামী জাফরের প্ররোচনায় শাশুড়িকে দিয়ে ঝগড়া সৃষ্টি করে নানাভাবে রিফাকে অপমান-অপদস্ত করা হতো। রিফার বাবা তার শশুরবাড়িতে গিয়ে এসব বিষয় একাধিকাবার মীমাংসা করে দেন। গত শনিবার সকালে জাফর মোবাইল ফোন থেকে রিফার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে অসুস্থ বলে জানান এবং কেরানিহাট আশশেফা হাসপাতালে আসতে বলেন। রিফার বাবা হাসপাতালে গিয়ে দেখেন রিফা মারা গেছে। এরমধ্যে শাশুড়ি ও জাফরসহ অন্যরা পালিয়ে যান। মৃত্যুর আগে রিফা ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বিডি প্রতিদিন/এএম