বাংলাদেশের শিক্ষার সঙ্গে শ্রমবাজারের যে দূরত্ব, তা তরুণ প্রজন্মের কর্মসংস্থানে প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে অনুষ্ঠিত এক আলোচনা সভার বক্তারা।
বুধবার সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘যুব কর্মসংস্থান : প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা। ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ক্লিপটন গ্রুপের পরিচালক ও সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা যথেষ্ট সনাতনী। একজন শিক্ষার্থী কোনো ইন্টার্নশিপ বা চাকরির অভিজ্ঞতা না নিয়েই মাস্টার্স শেষ করে ফেলেন। সেক্ষেত্রে শিক্ষার সঙ্গে কাজের অভিজ্ঞতার একটা বড় ফারাক থেকে যায়। বেকার সমস্যা দূর করতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চাকরি ও ব্যবসার অভিজ্ঞতা অর্জন করা উচিত।’
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চট্টগ্রাম প্রধান অ্যালেক্সসিউস বলেন, ‘গ্রাম ও শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যেও পার্থক্য আছে। কিন্ত চাকরির বাজারে আমাকে বিদেশ থেকে পড়ে আসা, ভালো ইংরেজি জানে এমন মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। শিক্ষার এই বৈষম্য দূর করতে নীতিনির্ধারকদের কাজ করতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ফারহানা যুথী, বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের সাবেক অ্যাডজুটেন্ট আবদুল্লাহ আল মামুন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ চিফ এএনএম তামজীদ।
বিডি প্রতিদিন/এমআই