গেল ১৫ বছরে বাংলাদেশ পিছিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প থেকে বছরে ১৪০০ কোটি টাকা আয় হওয়ার কথা বলেছিল। আর গত ছয় মাসে পেয়েছে মাত্র ৩৭ কোটি টাকা। গত ১৫ বছরে বলা হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, সুইজারল্যান্ড হয়ে গেছে। আসলে কিন্তু কিছুই হয়নি। আমরা যেখানে ছিলাম, সেখান থেকে আরও পিছিয়ে গেছি।’
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা বলেন, ‘এই সরকার কোনো ধরনের অপরিকল্পিত বা লোক দেখানো উন্নয়ন করবে না। আগামী ফেব্রুয়ারিতে কালুরঘাটের নতুন সেতুর কাজও শুরু হবে। দুর্বৃত্তায়নের কারণে ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিটের কাজ শুরুই হয়নি। শীঘ্রই তা শুরু হবে।’
মতবিনিময় সভায় চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি প্লান্ট পরিদর্শনে যান উপদেষ্টা ফাওজুল কবির। এ সময় তিনি ইন্টার্ন রিফাইনারি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্টোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড’র কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম করেন।
বিডি-প্রতিদিন/বাজিত