বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের বহরের একটি গাড়িকে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ধাক্কা খাওয়া গাড়িতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি করেন। মামলায় ট্রাক ড্রাইভার মুজিবুর রহমান (৫২) এবং তার ছেলে রিফাতকে (১৮) আসামি করা হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক মো. আজহার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ির বহরে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামি ট্রাক চালক ও তার সন্তানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ির বহরের একটি গাড়িকে ট্রাক ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে কারও কোনো ক্ষতি হয়নি। ওই গাড়িতে সারজিস ও হাসনাত ছিলেন না। সমন্বয়করা চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তারা চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/আরাফাত