চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া আরকান সড়কে বাসের ধাক্কায় রাকিব (২৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা এক আরোহী। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা হাজারখীল এলাকার নুরুল ইসলামের ছেলে। আহত আরিফ একই এলাকার জামাল হোসেনের ছেলে।
জানা যায়, লোহাগাড়ামুখি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় রাকিব। সাথে থাকা আরিফও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান উদ্দিন মোটরসাইকেল চালক রাকিবকে মৃত ঘোষণা করেন। আরিফকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম