চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত চন্দনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন নিহত সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দীন।
মামলায় চন্দন ছাড়াও অন্য আসামিরা হলেন নগরীর পাথরঘাটা বান্ডেল রোডের সেবক কলোনির আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য। এছাড়াও আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন নিহত আইনজীবী আলিফের ভাই খানে আলম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপরে হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে আলিফের ভাই খানে আলম। তিনি বলেন, মার্ডার মামলায় ৯ জনকে গ্রেফতার করা করা হয়েছে, তার মধ্যে এজাহারভুক্ত ৭ জন। এছাড়াও এজাহারভুক্ত না হলেও ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণের ভিত্তিতে সুমিত দাস ও সনু দাস মেথর নামে এ দুজনকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
গত ২৭ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের বিপরীতে রঙ্গম সিনেমা হল সংলগ্ন বান্ডিল রোড সেবক কলোনি এলাকার একটি গলিতে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ফুটেজে সাইফুল ইসলাম আলিফকে কোপাতে দেখা যায় কমলা রঙের গেঞ্জি ও হেলমেট পরিহিত চন্দনকে। এছাড়াও লাল হেলমেট, ব্লু রঙের টি-শার্ট ও জিন্স পরা বটি হাতে আরেক যুবককেও দেখা যায় আলিফকে কোপাচ্ছেন। ধারালো অস্ত্র দিয়ে কোপান ওম দাশ, চন্দন ও রনব। তার নিথর দেহ পড়ে থাকলেও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটাতে থাকেন অন্যরা। সেখানে আরও ছিলেন ২৫-৩০ জন। তাদের বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী। একজন রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত ২৭ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/হিমেল