চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগ নেতা সুমন কুমার নাথকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন উপজেলার শিকলবাহা বিশ্বসর মহাজন বাড়ির দুলাল নাথের ছেলে। সুমন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি প্রার্থী ছিলেন।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, কোতোয়ালী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতনের মামলাও রয়েছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম