চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ওয়ার্ড কার্যালয়ে গিয়ে পরিচ্ছন্নকর্মী ও কর্মকর্তাদের হাজিরা নিলেন। রবিবার সকালে তিনি চসিকের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড পরিদর্শন করে সবার নাম ধরে ধরে হাজিরা নেন। পরিচ্ছন্নকর্মীরা তাদের নানা সমস্যা, সংকট, অভিযোগ এবং কাজের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় শ্রবণশক্তিহীন জসিম উদ্দিনের সমস্যার কথা এবং পরিচ্ছন্নকর্মী রহিম বাদশার চোখের সমস্যা দেখতে পেয়ে তাদের চিকিৎসার দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব গ্রহণ করেই তিনি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পরিচ্ছন্নকর্মীদের হাজিরা গ্রহণ করার কথা ঘোষণা দিয়েছিলেন।
পরিদর্শনকালে পরিচ্ছন্নকর্মীরা অভিযোগ করেন, তারা তাদের নিরাপত্তা সরঞ্জামের কিছুই পান না। পাশাপাশি ভ্যান নষ্ট হলে সেটিও তাদের নিজস্ব টাকা দিয়ে মেরামত করতে হয়। এছাড়াও, তাদের বেতনও মিলে দেরিতে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্ন বিভাগের সমস্যাগুলো অনেক আগের। তবে আমি এসব সমস্যা সমাধানে কাজ করছি। আস্তে আস্তে সব ঠিক করা হবে। শ্রমিকদের সেফটি মেজারমেন্টের জন্য যেটা যেটা দরকার, সেগুলো দেওয়া হবে। আগে কেন দেওয়া হয়নি সেটা জানি না। তবে এখন থেকে সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীরা যেহেতু বেতন পান। তাই তাদের দায়িত্ব ঠিক মত কাজ করা, আমাদের দায়িত্ব তাদের সেফটি মেজারমেন্টের বিষয়গুলো দেখা। তবে কাজে কোনো ধরনের ফাঁকিবাজি, কোনো ধরনের গাফিলতি আমি বরদাস্ত করব না। মানুষ যাতে কোনো ধরনের অভিযোগ না করে।
বিডি প্রতিদিন/এএম