চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট থেকে কথিত ‘জিনের বাদশা’ মো. রিয়াজ উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কেরানিহাটের বোয়ালিয়ারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজের বাড়ি সাতকানিয়া পৌরসভা এলাকায়।
সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান জানান, গ্রেপ্তারকৃত রিয়াজ নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে কেরানিহাটের ব্যবসায়ীদের মোবাইলে ফোন করে চাঁদা আদায় এবং চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার সাথে জড়িত। যে মোবাইল নম্বর থেকে রিয়াজ ব্যবসায়ীদের ফোন করে হুমকি দিতো, সেটার তথ্য বিশ্লেষণ করে ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় রিয়াজ আরো একজনের তথ্য দিয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম