চট্টগ্রামের রাউজান উপজেলায় নাছির উদ্দিন (৪৫) নামে এক যুবদলকর্মীকে কুপিয়ে মৃত ভেবে বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত নাছির যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত।
নাছিরের স্ত্রী বেদুরা বেগম গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন নাছির। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত নাছিরকে এলোপাতাড়ি কুপিয়ে মারা গেছে ভেবে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে নাছিরের চিৎকার শুনে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। সেখানে নাছির চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই মো. আলমগীর বলেন, অভিযোগ পেলে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেননি।
বিডি প্রতিদিন/হিমেল