চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক এইডস দিবস পালিত হয়েছে। রবিবার সকালে ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’ শীর্ষক প্রতিপাদ্যে বিশ্ব এইডস দিবসে বর্ণ্যাঢ্য র্যালি ও র্যালি পরবর্তী বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামিম আরা সিজু।
সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক ও প্যারাক্লিনিক্যাল ফ্যাকাল্টির ডীন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. অজয় দেব, বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন, হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি ও সিআইএমসি’র উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, ডার্মাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনসুরুল আলম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস রুবি দত্ত।
বক্তারা বলেন, এইডস নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা সময়ের দাবি। সবার মধ্যে এ ব্যাপারে সতর্কতা-সচেতনতা আসলে, এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তাছাড়া, বর্তমানে এইডসের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে। যথা সময়ে চিকিৎসা করলে আক্রান্ত রোগীও স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারবেন।
বিডি প্রতিদিন/এএম