চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ আলাউদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর আইনি ব্যবস্থা নিতে আলাউদ্দিনকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। আলাউদ্দিনের বাড়ি পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বাইনজুরী গ্রামে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, আলাউদ্দিনকে আটকের পর তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা, ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম