চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা এক কনটেইনার সিগারেট আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। চালানটিতে ৯ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে কাস্টম কর্মকর্তারা জানান।
পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে ২০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে চালানটি আনা হয়। হাউজহোল্ড গুডস ঘোষণা দেয়া হলেও কায়িক পরীক্ষা শেষে থাইল্যান্ড থেকে আসা এ কনটেইনারে ৭৪০ কার্টনে ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। যা সংযুক্ত আরব আমিরাতে তৈরি লামের নামক ব্রান্ডের।
সিগারেটের চালানটি আটকের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম। রবিবার বিকালে কনটেইনারটির কায়িক পরীক্ষা শুরু হয়। কায়িক পরীক্ষা শেষে রাতে কাস্টম হাউস কর্মকর্তারা এসব তথ্য জানান। তারা জানান, চালানটির শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি। এর বিপরীতে রাজস্বের পরিমাণ ৯ কোটি, যা ফাঁকি দেয়ার চেষ্টা হয়েছিল।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা রফতানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এ চালানে অসত্য ঘোষণার পণ্য থাকার বিষয়ে প্রাথমিক ধারণা পায়।
এরপর বন্দর কর্তৃপক্ষের সহায়তায় খেয়াতি লেদার ইনোভেশনস বিডি লিমিটেডের নামে আসা কনটেইনারটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষা করা হয়। এ সময় বন্দর কর্তৃপক্ষ, বন্দর সিকিউরিটি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। কায়িক পরীক্ষায় ওই কনটেইনারে ৭৪০ কার্টনে লামের ব্রান্ডের ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়।
সূত্রটি জানায়, এ চালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কাস্টমস আইন ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন কাস্টম হাউসের কমিশনার।
বিডি প্রতিদিন/নাজমুল