চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৯ জন আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত। সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাদের গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দেন।
গ্রেফতার দেখানো আসামিরা হলেন সুমিত দাশ, নয়ন দাশ, গগন দাশ, বিশাল দাশ, রাজীব ভট্টাচার্য্য, সনু মেথর, রুমিত দাশ ও দুর্লভ দাশ।
এরআগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে আসামিদের বিকেলে হাজত খানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে প্রবেশ মুখ থেকে আদালতের চারপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এসময় আদালতে আইনজীবীরা বিক্ষোভ ও ইসকন নিষিদ্ধ দাবি করে নানা ধরণের স্লোগান দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলায় ৯ জন আসামিকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। শুনানি শেষে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় ৮ জন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো, পার্থ চক্রবর্তী, অপূর্ব শীল, উজ্জল দাস প্রকাশ জনি দাস, অপু চন্দ্র সাহা, নিলয় দাশ, ধ্রুব দাশ, মো. দেলোয়ার হোসেন ও মো. নুরু। আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াজ উদ্দীন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৮ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/হিমেল