চট্টগ্রাম নগরীতে সিএনজি টেক্সি, কার্ভাড ভ্যান ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে আবু বকর সিদ্দিক নামের এক সিএনজি চালক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবুর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব আজিমপুর এলাকার বাসিন্দা আবদুল আজিজের সন্তান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বলেন, তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আবু বকরকে হাসপাতালে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন