ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সপ্তাহখানেক আগে ফেসবুকে তাকে এ হুমকি দেওয়া হয়। রবিবার ধানমন্ডি থানায় জিডি করেন মুনতাসীর মামুন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দু'মাস আগেও অধ্যাপক মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। সেবারও রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন