রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে লিজা আকতার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লিজা রাজমিস্ত্রী ফজলুর রহমানের মেয়ে। পল্লবীতে বাবার সঙ্গে থাকতেন তিনি।
পরিবারের বরাত দিয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল জানান, লিজার মা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। সেখানে তিনি আরেকটি বিয়ে করেছেন জানতে পেরে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লিজা।
''এ ক্ষোভে বৃহস্পতিবার কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কারণও উড়িয়ে দেওয়া হচ্ছে না।''
তিনি বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ