সিলেটের গোয়াইনঘাটে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার থুবরী বিলের দখল নিয়ে ইজারাদার মানাউরা প্রভাতী মৎস্যজীবী সমবায় সমিতি ও দখলদার মন্নাফ বাহিনীর লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২২ রাউন্ড শর্টগানের গুলি, ২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড গ্যাস সেল নিক্ষেপ করে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত সুপার সুজ্ঞান চাকমা জানান, গোয়াইনঘাটের থুবরী বিল একটি পক্ষ দখল করে রেখেছিল। দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসন পুলিশের সহযোগিতা চেয়েছিল। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ উচ্ছেদ অভিযানে গেলে দখলদার বাহিনীর সদস্যরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২৪ রাউন্ড গুলি ও ১৪ রাউন্ড গ্যাস সেল নিক্ষেপ করে।
হামলায় থানার পরিদর্শকসহ কয়েকজন এসআই ও এএসআই আহত হয়েছেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ