গাজীপুর সিটি করপোরেশনের নতুনবাজার এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজার এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। আগুনে ওই গোডাউনের চারটি কক্ষের মালামাল পুড়ে গেছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ