রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ইয়াবাসহ জামাল উদ্দিন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে প্রায় ১ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। জামাল উদ্দিনের বাড়ি কক্সবাজারে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম মেইল এক্সপ্রেসে করে আজ সকালে কমলাপুর স্টেশনে নামেন জামাল। এসময় পুলিশের সন্দেহ হলে তল্লাশি করে তার পায়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এক হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। জামাল উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/শরীফ