বরিশাল নগরীর হাসপাতাল রোডে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের কোপে আব্দুল ওহাব নামে অটোরিক্সার এক যাত্রীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই রোডের ল’ কলেজের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই টহল পুলিশ আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সুজন এবং ওহাবের চাচা রফিকুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে আসা লঞ্চ থেকে নেমে লঞ্চঘাট থেকে অটোরিক্সা নিয়ে নথুল্লাবাদের দিকে যাচ্ছিলেন তারা। 'ল' কলেজের সামনে যাত্রীবেশী একজন অটোরিক্সাটির গতিরোধ করে। অটোরিক্সা থামামাত্র ধারালো অস্ত্রধারী তিন দুর্বৃত্ত অতর্কিতে অটোরিক্সা যাত্রীদের কুপিয়ে আহত করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে ঝালকাঠী সদর উপজেলার আশিয়ার গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল ওহাবের বাম হাতের কব্জি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া নগরীর ফিশারী রোডের বাসিন্দা মো. সুজন সহ আরও দু'জন আহত হয়।
কব্জি বিচ্ছিন্ন হওয়া ওহাব ঢাকার মিরপুরে হ্যামকো কোম্পানিতে চাকুরি করেন এবং সুজন বরিশালে ব্যবসা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত ওহাবের কব্জি হাত থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। ওই হাতে আর কাজ হতো না। তাই তার কব্জি কেটে ফেলা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. আনছার উদ্দিন জানিয়েছেন, ছিনতাইকারীদের হামলার পরপরই টহল পুলিশ আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষনিক তাকে রক্তও সংগ্রহ করে দেয় পুলিশ। এ ঘটনায় ওই ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার সহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ