শান্তির দাবিতে দীর্ঘ ১১ মাস রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবস্থান কর্মসূচি পালন শেষে নিজ ঘরে ফিরছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি আগামী মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করে তার অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন।
উল্লেখ্য, হরতাল-অবরোধের নামে হত্যাকাণ্ড বন্ধে সংলাপের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি এবং অবরোধ প্রত্যাহারের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে দলীয় কার্যালয়সংলগ্ন ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন কাদের সিদ্দিকী। ৬২ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থান করলেও সরকার ও বিএনপি এতে কোনো সাড়া দেয়নি। এর পর পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে শান্তির দাবিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
কাদের সিদ্দিকী ২০১৫ সালের ২৮ জানুয়ারি মোহাম্মদপুরের ২০/৩০ বাবর রোডের বাসভবন থেকে বের হয়ে আর বাসায় ফিরেন নি।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন