চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গুলজার আহমদকে (৩৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
শুক্রবার ভোরে দাইয়াপাড়া মসজিদের পাশে গুলজারের বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, গুলজারের বিরুদ্ধে নাশকতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব