চট্টগ্রামের বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল আউয়াল জানান , নাশকতা ও সন্ত্রাস রোধে উপজেলাগুলোতে আমাদের বিশেষ অভিযান চলছে। এই ধারাবাহিক অভিযানের মধ্যে গত রাতে ৫৯ জনকে আটক করা হলো।
আটককৃতদের মধ্যে দণ্ডিত একজনসহ পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ৪৮ জন। নিয়মিত মামলায় আছে ১০ জন এবং মহানগর অধ্যাদেশে একজনকে আটক করা হয়েছে।
এছাড়া অভিযানে সাতকানিয়া, বাঁশখালী ও হাটহাজারী থেকে ১৪১ লিটার চোলাই মদ, সীতাকুণ্ড থেকে পাঁচশ গ্রাম গাঁজা এবং পটিয়া থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/শরীফ