নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানী মতিঝিলের আরামবাগ থেকে ১১টি ককটেলসহ শিবিরের ছয় নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে ওই এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শিবিরের মতিঝিল থানার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন হিমেল, পল্টন থানার সভাপতি মো. রাসেল, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আলমগীর ও ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. কাইয়ুম।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী জানান, আরামবাগের ওই মেস থেকে ১১টি ককটেলসহ তাদের আটক করা হয়। তারা নাশকতার পরিকল্পনা করেছিল। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৫/মাহবুব