রাজশাহীতে এক সপ্তাহ ধরে অজ্ঞাত রোগে কাকের মৃত্যু হচ্ছে। প্রতিদিনই নগরীতে মরছে শত শত কাক। এভাবে কাকের মৃত্যুও কারণ খুঁজতে শুক্রবার ঢাকা থেকে এসেছিল বিশেষজ্ঞ টিম। নগরীর বিভিন্ন জায়গা থেকে তারা অসুস্থ ও মৃত কাকের মুখের লালা, রক্ত ও মল সংগ্রহ করে নিয়ে গেছে।
কাকের এসব মৃত্যুর এসব আলামত সংগ্রহ করেন আরসিডিডিআরবি’র একটি বিশেষজ্ঞ দল। ওই দলের নেতৃত্বে ছিলেন আরসিডিডিআরবি’র পরিচালক রাজিব আহমেদ। বিশেষজ্ঞ দল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকা থেকে আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ করলেও কাকের মৃত্যুর কারণ সম্পর্কে তারা কিছু বলতে পারছেন না।
ঢাকা থেকে আসা আরসিডিডিআরবি’র পরিচালক রাজিব আহমেদ জানান, আলামত সংগ্রহ করা হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে যে কি কারণে কাকের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশে পরীক্ষা করে কোন ফলাফল না পাওয়া গেলে কাকের এসব আলামত দেশের বাইরে পাঠানো হবে। সেখান থেকে ফলাফল পাওয়ার পর বোঝা যাবে কাকগুলো কোন ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস মানুষের বা অন্য প্রাণীর দেহে সংক্রামন হতে পারে কি না। যদি কাকের মত এই ভাইরাস অন্য প্রাণী বা মানুষের শরীরে আক্রমণ করে তাহলে এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা