সমাজের সুবিধাবঞ্ছিত মেয়েদের সাবলম্বী করে তাদের তৈরি বিভিন্ন দেশীয় ঐতিহ্যবাহী পণ্য বিশ্ব দরবারে তুলে ধরার উদ্দেশ্যে তরুণ উদ্যোগ “গ্রাম্যশিল্প” কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের তৈরি পণ্য প্রচারের পাশাপাশি সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য বিভিন্ন কারিগরি শিল্পের প্রশিক্ষণেরও আয়োজন করে থাকে “গ্রাম্যশিল্প”।
গত ২-৫ ফেব্রুয়ারি 'অ্যাসিস্টেনস ফর স্লাম ডুয়েলারস' দ্বারা পরিচালিত অবহেলিত শিশু–কিশোরীদের কেন্দ্র “হ্যাপি হোম” এ হাতের কাজের একটি প্রশিক্ষণ আয়োজন করে “গ্রাম্যশিল্প”। বিশিষ্ট কারুশিল্পী নুরুন নাহার জেসমিন বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন সেলাইয়ের উপরে প্রশিক্ষণ প্রদান করেন। ৫ ফেব্রুয়ারি প্রশিক্ষণের শেষ দিন “গ্রাম্যশিল্প” এর উদ্যোক্তারা বাংলাদেশের হস্তশিল্প নিয়ে আলোচনা করে। একই সাথে এই শিল্পের সাথে যুক্ত হয়ে কিভাবে মূলধারায় শিক্ষিত না হয়েও সুবিধাবঞ্ছিত মেয়েরা কিভাবে ভবিষ্যতে সাবলম্বী হতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণের শেষ দিন প্রত্যেকের হাতে লেখক অরুন কুমার বিশ্বাসের সহায়তায় গল্পের বই এবং ম্যাভেন বাংলাদেশ লিমিটেড এর সহায়তায় নতুন স্কুল ব্যাগস তুলে দেয় “গ্রাম্যশিল্প” এর প্রতিষ্ঠাতা কানিজ ফাতেমা। অনুষ্ঠানে “গ্রাম্যশিল্প” ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আশা ব্যক্ত করে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব