সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত (৬৫) পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ওই বৃদ্ধের কোনো স্বজন না পাওয়ায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শুক্রবার (০৪ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড সিটি সেন্টারের পেছন থেকে অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মশিউর নামের এক যুবক। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।
কর্তৃপক্ষ আরো জানায়, বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও মরদেহের ময়নাতদন্তের কোনো ব্যবস্থা করেননি। অজ্ঞাত ওই বৃদ্ধের পড়নে রয়েছে একটি লুঙ্গি ও গেঞ্জি।
বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
তিনি বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/শরীফ