সিলেটে যাত্রীবাহী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় (৩০) এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি থামিয়ে চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর মিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মিরাবাজার যতরপুর সড়ক পার হওয়ার সময় ওই পথচারীকে দ্রুতগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/শরীফ