রাজধানীর ভাটার থানার পশ্চিম নুরের চালা ইদ্রিস আলীর কবরস্থান থেকে শুক্রবার সকালে একটি নবজাতকের (২ দিন) প্রাণহীন দেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) শ্রীরাম চন্দ্র রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ৯টার দিকে পশ্চিম নুরের চালা ইদ্রিস আলীর কবরস্থান থেকে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। সবুজ কাপড় দিয়ে মোড়ানো শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে (ঢামেক) পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ