ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ১২ বিদেশিসহ ১৪ জনকে আটক করেছে র্যাব। এসশয় তাদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং ডলার জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগে আটক ১২ বিদেশি নাগরিকের মধ্যে ৮ জন নাইজেরিয়ান, একজন কঙ্গোর ও একজন ক্যামেরুনের। বাকি দুজন বাংলাদেশি।
তুহিন মাসুদ আরও বলেন, “আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো।”
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব