বিএনপির কাউন্সিল পণ্ডের ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘সরকার বা অন্য কেউ কাউন্সিল পণ্ড করতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে তা নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শুক্রবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির কাউন্সিল ভেন্যু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
হান্নান শাহ বলেন, ‘কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা প্রতিহত করার জন্য আমরা প্রাথমিক গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করব। এ ছাড়া আমাদের একাধিক মোবাইল টিম কাজ করবে। পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র দেখে কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিদের সম্মেলনস্থলে প্রবেশ করানো হবে।’
তিনি বলেন, ‘কাউন্সিল সফলে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তাদের সরবরাহকৃত নিরাপত্তা কার্ড বহন করতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বোম্ব ডিসপোজাল স্কোয়াড পেতে সরকারের কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে।’
এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব