গাজীপুরের কালিয়াকৈ ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা লুটের ঘটনায় মিন্টু (২৮) ও নাইমুল ইসলাম (৩৫) নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালিব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার কালিয়াকৈর রাখালিয়াচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।''
তিনি আরও বলেন, গ্রেফতার দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একইসঙ্গে এ ঘটনায় আরও ছয় জন জড়িত রয়েছে বলে তারা তথ্য দিয়েছে। পলাতক ওই ৬ সদস্যকে গ্রেফতার করা গেলে মূল ঘটনা বের হয়ে আসবে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে দুই ট্রাংক ভর্তি ১ কোটি ২ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব