রাজধানীর রামপুরার বনশ্রীতে ২ শিশুতে হত্যার ঘটনায় অভিযুক্ত মা মাহফুজা মালেক জেসমিনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে দুই শিশুর মা জেসমিনকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান। এরপর শুনানি শেষে মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেই তার সন্তানদের শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন মাহফুজা।
এরপর রাতে শিশু দুটির বাবা আমানুল্লাহ রামপুরা থানায় স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার মা মাহফুজাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ঘটনার দিন বিকেল ৫টার দিকে মা জেসমিন আক্তার মেয়েকে নিজের ঘরে নিয়ে ওড়না দিয়ে প্রথমে মেয়েকে শ্বাসরোধের চেষ্টা করেন। মেয়ে অরনীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় তিনি মেয়ের মৃত্যু নিশ্চিত করেন। পরে একইভাবে ছেলেকে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি তার স্বামীকে ফোন করে বলেন, তাদের বিবাহবার্ষিকীর রয়ে যাওয়া খাবার খেয়ে ছেলে-মেয়ে অসুস্থ হয়ে গেছে। তারা কেমন কেমন করছে। পরে স্বামী তার বন্ধুসহ লোকজন বাসায় পাঠায়। এরমধ্যে মাহফুজা সন্তান মৃত নিশ্চিত হয়েও তাদেরকে হাসপাতালে নিয়ে যান।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব