সিলেট সার্কিট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নিদের্শনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছেন মূখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো। আজ সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত বুধবার আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেট আসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। ওইদিন অনুষ্ঠানে থাকাবস্থায় সিলেট সার্কিট হাউসের দ্বিতীয়তলার ভিভিআইপি দুটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই দুই রুমের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সিলেট কোনো ভিভিআইপি বেড়াতে আসলে সার্কিট হাউসের ওই দুইটি রুম ব্যবহার করে থাকেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ড দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদনে্তর নিদের্শ দেন সুপ্রিম কোর্ট। এই নির্দেশনার পর আজ বৃহস্পতিবার বিকেলে হাকিমকে তদন্তভার দেয়া হয়।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের উপ নিবন্ধক মো.আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে অগ্নিকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা আসে। আজ বৃহস্পতিবার বিকেলে ওই চিঠি পাওয়ার পরই মূখ্য মূখ্য মহানগর হাকিম মো. মো. সাইফুজ্জামান হিরোকে তদন্তভার দেয়া হয়েছে। ইতোমধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৬ সদস্যের আরো একটি কমিটি করেছে জেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/শরীফ