নারায়ণগঞ্জ জেলার বুড়িগঙ্গা নদী থেকে ২৪০০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
শুক্রবার ভোরে জাটকাগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড টিম লিডার পেটি অফিসার মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, ভোরে বুড়িগঙ্গ নদীর একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২৪০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
মাছগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম জানান, জব্দ জাটকা জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব