নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতারে অভিযানে যাওয়া পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। ওই সময়ে দুই পক্ষের ধস্তাধস্তিতে পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে পুলিশের একজন এসআই ও আরো তিনজন কনস্টেবল।
তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখায়াত হোসেন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে টিসি রোড এলাকার জনৈক আব্দুল লতিফ মিয়াকে কুপিয়ে আহত করে তার ছোট ভাই মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও তার সহযোগী মোক্তার হোসেন ওরফে ডাকাত মোক্তার। এ ঘটনায় আহত আব্দুল লতিফ বাদী হয়ে দেলোয়ার হোসেন ও তার সহযোগী ডাকাত মোক্তারকে আসামী করে একটি মামলা দায়ের করে।
দুপুর ১২টার দিকে এসআই সাখায়াত হোসেনের নেতেৃত্বে পুলিশের একটি টিম মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। তখন মোক্তার হোসেন ওরফে ডাকাত মোক্তার সহ অন্যান্য সহযোগিরা পুলিশের শটগান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ্য করে মরিচের গুড়ো ও ইটপাটকেল ছুড়ে মাদক ব্যবসায়ীদের লোকজন। তখন পুলিশ এক রাউন্ড গুলি ছুড়লে সেটা দেলোয়ারের শরীরে বিদ্ধ হয়। পালিয়ে যায় মোক্তার হোসেন।
ওই ঘটনায় এসআই সাখায়াত হোসেন, কনস্টেবল ইকবাল, শাহজাহান ও মজিবুর আহত হয়। এ চার পুলিশ ও গুলিবিদ্ধ দেলোয়ারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ ঘটনা স্বীকার করে জানান, পলাতক মোক্তারকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ ০৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন