রাজধানীর নিকুঞ্জ-১ নম্বর সড়কের শেওড়া রেলগেট এলাকায় সাদা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে ৫ পথচারী আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারের আঘাতে ৫ জন আহত হয়েছেন। তাদের পার্শ্ববর্তী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
তারা আরও জানান, পুলিশ এসে গাড়িটি জব্দ করে ড্রাইভারকে আটক করে খিলক্ষেত থানায় নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব